বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
কেরানীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও নগদ সহায়তা প্রদান
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা):
প্রকাশ: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪, ৬:৪৪ PM
ঢাকার কেরানীগঞ্জে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) ঢাকা জেলার উদ্যোগে বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের ৩৩৯জন শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায়  মডেল টাউন এলাকায় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের আয়োজনে ঢাকা জেলা পুনাক সভানেত্রী রেজওয়ানা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। এ সময় তিনি অটিস্টিক শিশুদের অভিভাবকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ে এক লাখ টাকা সহয়তা প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নুরে-আলম, অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবির, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা কামাল সহ ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত