বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
প্রধানমন্ত্রীর সঙ্গে শর্মিলা, মমতা, স্বস্তিকাদের একান্ত সাক্ষাৎ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪, ৭:০২ PM
ঢাকা চলচ্চিত্র উৎসব এবার আগের চেয়ে যথেষ্ট উজ্জ্বল। যদিও আমাদের দেশের মূল ধারার চলচ্চিত্রের তেমন কাউকে এই উৎসব কমিটি সেভাবে মূল্যায়ন করেনি। তবে দেশের বাইরের প্রখ্যাত তারকাদের উপস্থিতিতে এই উৎসব এখন আলোচনায় রয়েছে।

















এবার দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তিন অতিথি ভারতের প্রখ্যাত তিন বাঙালি অভিনেত্রী শর্মিলা ঠাকুর, মমতা শংকর ও স্বস্তিকা মুখার্জি একান্ত সাক্ষাতের সুযোগ পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

এই সাক্ষাতের সময় ভারতের তিন প্রখ্যাত অভিনেত্রীর সঙ্গে ছিলেন চলচ্চিত্র উৎসবের আয়োজন মুজতবা জামালও।







দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে গত ২০ জানুয়ারি। চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। এই উৎসব উদ্বোধন করেন বলিউড ডিভা শর্মিলা ঠাকুর। তিনি এশিয়া সিনেমা বিভাগের জুরিবোর্ডেও আছেন। সব কাজ শেষে তিনি ২৯ জানুয়ারি মুম্বাই ফিরে যাবেন। আর মমতা শংকর ও স্বস্তিকা মুখার্জি এসেছেন তাদের সিনেমা ‘বিজয়ার পরে’ নিয়ে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত