বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
পাটুরিয়ায় ফেরি ডুবির ৮ম দিনে সব ট্রাক উদ্ধার
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪, ৭:৪০ PM
পাটুরিয়া ঘাটের নিকটে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধায় থাকা সবগুলো ট্রাক অবশেষে বুধবার ৮ম দিনে উদ্ধার করা হয়েছে। 

এছাড়া, ডুবে যাওয়া ফেরির আংশিক অংশ পানির উপরে ভাসিয়ে তুলেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। ডুবে থাকা ফেরিতে পলি পড়ার কারণে অত্যাধিক ওজন বেড়ে যাওয়ায় ফেরিটি তুলতে সময় বেশি লাগছে। তবে, অতিদ্রুত ফেরি তোলা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার ফেরিটি পাটুরিয়া ঘাটের নিকটে ডুবে যায়। ফেরিতে থাকা ট্রাকের চালক, হেলপার ও ফেরির কর্মচারীদের সবাইকে উদ্ধার করা হয়েছে। ফেরিতে ছয়টি বড় ও তিনটি ছোট পণ্যবাহী ট্রাক ছিলো। শুধু ফেরিটির ইঞ্জিন চালক হুমায়ন আহমেদ নিখোঁজ থাকার ৬ষ্ঠদিনে সোমবার পাটুরিয়া ঘাট থেকে ১৩ কি.মি দূরে পাশ্ববর্তী হরিরামপুর উপজেলার বাহাদুরপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। 

ঘটনাস্থলে বর্তমানে তিনটি উদ্ধারকারী জাহাজ রয়েছে ও একটি অত্যাধুনিক সনাক্তকারী জাহাজ ঝিনুক রয়েছে। 

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, ডুবে যাওয়া ফেরিতে থাকা ৯টি ট্রাকই বুধবার উদ্ধার করা হয়েছে। এছাড়া, দ্রুত সময়ে ফেরিটি উদ্ধার করার চেষ্টা করছেন বলেও তিনি জানিয়েছেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত