মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত কর্মকর্তা হলেন সাবেক ছাত্রনেতা শোয়েব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:০২ PM
বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত কর্মকর্তা হিসাবে নিয়োগ পেলেন সাবেক ছাত্রনেতা বরিশালের উজিরপুরে সন্তান মো: শোয়েব আহমেদ। 

গত ৪ ফেব্রুয়ারি বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব এস,এম ফরিদ উদ্দিন এর স্বাক্ষরিত এক নিয়োগ পত্রে শোয়েব আহমেদ কে মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের অভিপ্রায় তার ব্যক্তিগত কর্মাকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে । 

মো: শোয়েব আহমেদ বরিশালের উজিরপুরের বড়াকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামের মোঃ আ: আউয়াল এর একমাত্র ছেলে। সাবেক বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন  শোয়েব আহমেদ। 

শোয়েব  বলেন,  মাননীয় মন্ত্রী মহোদয় আমার ওপর যে আস্থা রেখেছেন এজন্য মন্ত্রী মহোদয় ও তার পরিবারের প্রতি  আমি চিরকৃতজ্ঞ।  তার এই আস্থার প্রতি সম্মান জানিয়ে আমার দায়িত্ব সততাও নিষ্ঠার সাথে পালন করবো।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত