পিরোজপুরের কাউখালীতে অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে ইব্রাহিম আকন (৩৩)কে পাঁচ হাজার টাকা জড়িমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সকালে উপজেলার সন্ধ্যা নদীতে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে তাকে জড়িমানা করা হয়।
এ সময় মাছ ধরায় ব্যবহৃত দেড় হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান। এসময় মৎস কর্মকর্তা ও থানা পুলিশ সহযোগিতা করেন।
মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, বিশেষ কম্বিং অপারেশনের অভিযান অব্যাহত থাকবে। নদীতে অবৈধ জাল দিয়ে যেসব জেলেরা মাছ শিকার করবে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে।