শিবালয়ে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিলের আয়োজনে বৃহস্পতিবার টেপড়া নিজস্ব কার্যালয় থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মানিকগঞ্জ জেলা আ'লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুস সালাম প্রধান অতিথি ছিলেন। শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু বিশেষ অতিথি ছিলেন।
বীরমুক্তিযোদ্ধা খোরশেদ আলী দেওয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা রফিক খান প্রমুখ উপস্থিত ছিলেন।