আগামী ১৫ ফেব্রুয়ারি এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের সভাপতিত্বে সভায় আসন্ন এসএসসি পরীক্ষা নকলমুক্ত, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক মতামত প্রকাশ করা হয়।
আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর, কেন্দ্র সচিব মিজানুর রহমান তালুকদার, রমেন্দ্র নাথ সাহা, শামীম আল মামুন, মোঃ ওমর ফারুক, আব্দুল আলীম, মোঃ আবুল কাশেম মিয়া, মোঃ শফিকুল ইসলাম, তাপস কুমার বিশ্বাস ও তোফাজ্জল হোসেন তুহিনসহ বিভিন্ন স্কুল, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাগণ।