অস্ত্র মামলায় লোকমান (৩৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এক সাজা শেষে অপর সাজা ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আসামির উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহা. আদীব আলী এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত লোকমান শিবগঞ্জ উপজেলার কানসাট বাগানবাড়ি এলাকার মৃত হুমায়ুনের ছেলে।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নাজমুল আজম জানান, ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারী রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নে শ্যামপুর শরৎনগর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১টি পিস্তল, ১টি রিভলবার,১টি ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলিসহ লোকমানকে আটক করে। ঘটনার পরের দিন র্যাবের এসআই হাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই মো. নুরুন্নবী ওই বছরের একই মাসের ২৮ ফেব্রুয়ারী লোকমানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার দীর্ঘ শুনানী ও স্বাক্ষগ্রহণ শেষে আদালত লোকমানকে ১৯(এ) ধারায় যাবজ্জীবন এবং ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।