লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ থেকে ৯ মাস বয়সী মালিহা ইসলাম ওহি নামের এক শিশুকন্যা চুরি হয়েছে।একজন নারী কৌশলে শিশুটিকে চুরি করে দ্রুত পালিয়ে যেতে স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার তোরাবগঞ্জ অগ্রণী স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস থেকে এই চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া শিশুটি কমলনগরের সীমান্তবর্তী তেয়ারীগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার মো. সেলিম ও মরিয়ম বেগম দম্পত্তির দ্বিতীয় সন্তান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক সফিক উল্যাহ জানান, তার প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিলো।চুরি হওয়া শিশুটির বড় বোন ওই প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। কন্যার ক্রীড়া প্রতিযোগিতা দেখার জন্য ৯ মাসের শিশুকন্যাকে নিয়ে প্রতিষ্ঠানে আসেন শিশুদের মা। ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করতে চুরি হওয়া শিশুর বড় বোন শিক্ষার্থী সাদিয়া ইসলাম মিহিকে ‘যেমন খুশি তেমন সাজ’র জন্য প্রস্তুত করতে তারই মা মরিয়ম বেগম নিজেই কোলের শিশু অহিকে অভিভাবক পরিচয়ে অন্য এক শিক্ষার্থীর কোলে দেন।
এসময় দর্শণার্থীদের ভিড়ের সুযোগে এক অপরিচিত নারী শিশুটিকে নিয়ে সটকে পড়ে। বিদ্যালয়ের সিসি ফুটেজের বরাত দিয়ে প্রধান শিক্ষক আরও জানান, শিশুর মা প্রথমে যার কোলে দিয়েছিলেন তার থেকে বোরকা পরিহিত এক নারী শিশুকে কোলে তুলে নেন। একপর্যায়ে শিশুটি নিখোঁজ হয়। ধারণা করা হচ্ছে, বোরকা পরিহিতা অভিভাবক বেশে আসা ওই নারী কোনো পাচারকারী দলের সদস্য হতে পারে।
ঘটনাটি ঘিরে ওই শিশু পরিবারে শোকের মাতম চলছে। অন্যদিকে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এ ব্যাপারে কমলনগর থানায় জিডি করবেন বলে তিনি জানিয়েছেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে।শিশুটিকে উদ্ধারে আমাদের তৎপরতা অব্যাহত আছে।