মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
একই পরিবারের ৩ মেয়র প্রার্থী
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ২:০৪ PM
পটুয়াখালী পৌরসভা নির্বাচনে একই পরিবারের ৩জন মেয়র পদে প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। বর্তমান মেয়র মহিউদ্দিন তার পরিবারের ৩জনসহ মোট ৬জন প্রার্থী মেয়র পদে মনোনয়ন দাখিল করেছেন। 

আগামী ৯ই মার্চ অনুষ্ঠিতব্য পটুয়াখালী পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত মেয়র পদে মোট ৬জন, সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ১৫জন এবং সাধারণ আসনে কাউন্সিলর পদে মোট ৪৩জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিনিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান।

তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকাল চারটা পর্যন্ত মনোনয়ন পত্র জমা নেয়া হয়। এরআগেও গত দুইদিনে আরো কয়েকজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মেয়র পদে যারা মনোনয়ন দাখিল করেছেন তারা হলেন, বর্তমান মহিউদ্দিন আহমেদ, তার স্ত্রী মার্জিয়া আক্তার সুমী এবং মহিউদ্দিনের বড় ভাই মোঃ আবুল কালাম আজাদ। এছাড়াও সাবেক মেয়র জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক স্বাধীনতা চিকিৎসা পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সদস্য বিশিষ্ঠ ঠিকাদার মোহাম্মদ এনায়েত হোসেন এবং মোঃ নাসির উদ্দিন।

আগামী ১৫ ফেব্রুয়ারি  উক্ত মনোনয়ন পত্রের যাচাই বাচাই অনুষ্ঠিত হবে জেলা নির্বাচন অফিসে এবং ২৩ফেব্রুয়ারি  প্রতীক বরাদ্দের পর আগামী ৯মার্চ পটুয়াখালী পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

পটুয়াখালী পৌরসভায় মোট ভোটার ৫০হাজার ৬৯৯জন।

উল্লেখ্য, গত ২৩জানুয়ারী তফসিল ঘোষনার পর থেকেই বেশ জমে উঠেছে পটুয়াখালী পৌরসভার নির্বাচন। এতদিন বর্তমান ও সাবেক মেয়র এর কর্মী সমর্থকদের শোডাউন উঠান বৈঠক আর গনসংযোগে বেশ সরগরম ছিল গোটা পৌর এলাকা। সাধারণ ভোটারদের মধ্যে শুধু মাত্র এই দুইজনকে নিয়েই আলোচনা সমালোচনার যেন শেষ ছিলনা। কিন্তু হঠাৎ করে মঙ্গলবার শেষ বিকালে বর্তমান মেয়র মহিউদ্দিন ও তার পরিবারের তিনজনের মেয়র পদে মনোনয়ন দাখিলের পর নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। 

অনেকেই বলছেন, এটি নির্বাচনী কৌশল। যদি কোন না কোন কারণে বর্তমান মেয়রের মনোনয়ন বাতিল হয়ে যায় সেক্ষেত্রে পরিবারের পক্ষ থেকে ডামি প্রার্থী হিসাবে স্ত্রী এবং বড় ভাইকে দিয়ে মনোনয়ন দাখিল করিয়েছেন।

 জানতে চাইলে বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ এর স্ত্রী মার্জিয়া আক্তার সুমী জানান, মুলতঃ মেয়র মহিউদ্দিনই নির্বাচন করতেছে এবং করবে। জনগণ যেহেতু তাকে চায়। তারপরেও মানুষ যেকোন সময়ে অসুস্ত্য হতে পারে বা যেকোন দূর্ঘটনায় কবলিত হতে পারে এসব বিষয় মাথায় রেখে আমিও মনোনয়ন দাখিল করে রাখলাম। এই আরকিছু না। দোয়া করবেন।

মেয়রের বড় ভাই আবুল কালাম আজাদ জানান, ওইই (ছোট ভাই মেয়র মহিউদ্দিন) দাখিল করিয়ে রেখেছে। দেখি কি করা যায়।

জানতে চাইলে বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ জানান, নারীদের একটা জাগরণ আছে সে হিসাবে আমার স্ত্রী মনোনয়ন দাখিল করেছেন। নারী ভোটারদের মধ্যে তারও যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। তাছাড়া বড় ভাই আজাদ ভাই যেহেতেু র্দীর্ঘদিন ধরে ঠিকাদারী কাজের সাথে জড়িত, সে হিসাবে ব্যবসায়ীদের মধ্যে তারও একটা আলাদা ইমেজ আছে। তাহলে কি আপনাদের পরিবারের পক্ষ থেকে একজন নির্বাচন করবেন নাকি একাধিক এমন প্রশ্ন করা হলে মহিউদ্দিন জানান, দেখি কী করা যায়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত