মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
সাকিবকে হটিয়ে ওডিআই সেরা অলরাউন্ডার নবী
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ২:৫৪ PM আপডেট: ১৪.০২.২০২৪ ৩:০৪ PM
আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাকে এক রকম নিজের সম্পত্তিতে পরিণত করে ফেলেছিলেন সাকিব আল হাসান। কিন্তু ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ছন্দপতন। বিশ্বকাপে নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। এরপর থেকে তো মাঠের বাইরেই সাকিব। যার প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়েও।

আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান  হারিয়েছেন সাকিব আল হাসান। তাকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। দীর্ঘ পাঁচ বছর শীর্ষে অবস্থান করার পর সিংহাসন হারালেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টারবয়। 

বুধবার (১৪ ফেব্রুয়ারি) হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে  সাকিবকে টপকে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন নবি। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১৩৬ রানের দারুণ ইনিংস খেলে সাকিবকে টপকে গেছেন তিনি। সেই ম্যাচে একটি উইকেটও পান নবি। একই সঙ্গে  ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়েও সাত নম্বরে উঠে এসেছেন ৩৯ বছর বয়সী এই আফগান। ২০১৯ সালের পর এই প্রথম শীর্ষস্থান হারালেন সাকিব।    

৩১৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছেন নবি। ৩১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন সাকিব। ২৮৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জিম্বাবুয়ের সিকান্দার রাজা। চার ও পাঁচে যথাক্রমে আফগানিস্তানের রশিদ খান ও পাপুয়া নিউগিনির আসাদ ভালা। 

সাকিবের পিছিয়ে পড়ার পেছনের কারণটা তার আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা। ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দলকে জয় এনে দিলেও আঙুলের ইনজুরিতে ছিটকে যান তিনি। এরপর থেকে আর কোনো আন্তর্জাতিক ম্যাচই খেলেননি সাকিব। চোখের সমস্যার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজেও খেলছেন না সাকিব।


ওয়ানডে অলরাউন্ডারদের শীর্ষস্থান হারালেও টি-টোয়েন্টিতে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। ২৫৬ রেটিং পয়েন্ট সাকিবের। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিসের রেটিং পয়েন্ট ২১৭।

টেস্ট অলরাউন্ডারদের তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। দুই নম্বরে আছেন ভারতেরই রবিচন্দ্রন অশ্বিন। তিন নম্বরে আছেন সাকিব।
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত