মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ঢিলেঢালা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
লোকজনের অপ্রতুল উপস্থিতিসহ প্রস্তুতি সভায় ছিল না কোন ব্যানার।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রাজিব হোসেনের সভাপতিত্বে এপ্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
ভাষা শহিদদের জন্য নির্মিত শহিদ মিনারে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বক্তরা বক্তব্য প্রদান করেন।
এসময় কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক পিপিএম, সহকারী শিক্ষা অফিসার মীর্জা মোহাম্মদ সোহাগ, বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমান, গোলাম জিলানী, সাবেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মোখলেছুর রহমান বাঙ্গালী, কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাকী, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।