নীলফামারী ডিমলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মাজহারুল ইসলাম (লিটন) সভাপতি ও আলাল উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ডিমলা প্রেসক্লাবের অস্থায়ী কার্ষালয়ে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ৩টি টি পদে সভাপতি মাজহারুল ইসলাম (লিটন) ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম রিয়াদ বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনে মোট ভোটার ছিল ২০ জন। ভোটাররা উৎসবের মধ্যে দিয়ে তাদের মনোনীত পছন্দের প্রার্থীদের ভোট প্রদান শেষে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়।