পটুয়াখালীর দুমকী উপজেলার চরগরবদী ফজলুল করিম স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট, কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব শেখ শাহ আলম।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, ৩নং মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ইউরোপের মাল্টা আওয়ামী লীগের সভাপতি কাওছার আমিন হাওলাদার, আবুল কাশেম মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আবদুস সালাম, এস এম কলাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ মাহবুব আলম, অনুষ্ঠান পরিচালনা করেন জাকির মাস্টার।