কৃষি পেশা একটি স্বাধীন পেশা। এ পেশাকে এক সময় ছোট করে দেখা হত। কিন্তু বর্তমানে অনেক উচ্চ মানের লেখাপড়া শেষ করে এ পেশায় কাজ করছেন। অতএব এ পেশাকে কোনভাবে ছোট করে দেখার সুযোগ নেই। প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।
বৃহস্পতিবার বিকেলে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাংলাবাজার জয়নাল আবেদীন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০২৩-২৪ অর্থবছরে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সোনাপুর কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার মাঈন উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল আমিন শেখ, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক হিরণ।
উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদ আলম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আহসান উল্যাহ, আবদুল্যাহ আল নোমান, উপসহকারী কৃষি কর্মকর্তা প্রতাপ নাথ, নাইমুল ইসলাম প্রমূখ।
মাঠ দিবস শেষে কৃষাণ কৃষাণীদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।