মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
গলাচিপায় শিক্ষককে মারধরের প্রতিবাদে মানববন্ধন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ মার্চ, ২০২৪, ৮:০৮ PM
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সুহরী মাধ্যমিক বিদ্যালয়ের গণিত শিক্ষক শিপন চন্দ্র রায় কে তার সহকর্মী শারীরিক শিক্ষার শিক্ষক সবুজ খানের নেতৃত্বে মারধরের ঘটনার প্রতিবাদ জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ  কর্মূসূচি পালন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। 

রোববার (৩ মার্চ) সকাল ১০ টায় সুহরী মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল হয়। 

মানববন্ধনে পকেট কমিটি বাতিল চাই, শিক্ষকের নিরাপত্তা চাই সহ বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার-ব্যানার নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা দাড়ায়। এসময় বক্তব্য রাখেন, সুহরী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জুলেখা বেগম, ভুক্তভোগী শিক্ষক শিপন চন্দ্র রায়, অভিভাবক হাবিব মৃধা প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্কুল পরিচালনা কমিটি গঠন নিয়ে অনিয়ম চলছে। গোপনে পকেট কমিটি গঠন হয় যা কেউ জানে না। এ নিয়ে অভিভাবক, শিক্ষকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। গত ২৮ ফেব্রুয়ারী বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ নিয়ে সহকারী প্রধান শিক্ষক জুলেখা বেগমের সাথে শারীরিক শিক্ষা শিক্ষক সবুজ খানের কথা কাটাকাটি হয়। এতে শিপন চন্দ্র পক্ষ নিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধরের হুমকি দেয়। পরে ২৯ ফেব্রুয়ারী সকালে শিপন চন্দ্র স্কুলে যাওয়ার সময় হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে সবুজ খানের  নেতৃত্বে ৪/৫ জন পথরোধ করে অতর্কিত হামলা করে মারধর করে। এর প্রতিবাদ জানিয়ে মানববন্ধন থেকে অভিযুক্ত শিক্ষক ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন বক্তারা। 

উল্লেখ্য, এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী শিক্ষক  উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত