মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
কমলনগরে পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ মার্চ, ২০২৪, ৮:১০ PM
২রা মার্চ গৌরবোজ্জ্বল ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উপলক্ষে কমলনগর উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার বিকালে কমলনগর উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির উদ্যোগে হাজিরহাটে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেএসডির উপজেলা সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জেএসডির সহ-সভাপতি মো: খোরশেদ আলম মেম্বার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডিলার,চর ফলকন ইউনিয়নের সাবেক যুগ্ম-আহবায়ক মো: কবির হোসেন ও উপজেলা জাতীয় যুব পরিষদের যুগ্ম-আহবায়ক মো: রিয়াজ প্রমুখ।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আবদুল মোতালেব বলেন, ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে লাখো ছাত্র জনতার উপস্থিতিতে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন ডাকসুর তৎকালীন ভিপি আ স ম আবদুর রব।স্বাধীনতার রুপকার দাদা সিরাজুল আলম খানের পরিকল্পনা ও নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই পতাকা উত্তোলন করা হয়।এর মাধ্যমে সারা বাংলার আপামর জন-সাধারণ স্বাধীন ভুখন্ডের প্রয়োজনীয়তা অনুভব করে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে।

এছাড়াও বক্তারা তাদের বক্তব্যে পতাকা উত্তোলন দিবসের তাৎপর্য তুলে ধরে আ.স.ম আব্দুর রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এবং পতাকা উত্তোলন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ জাতীয়ভাবে দিবসটি উদযাপনের দাবি জানান।

এ সময় কালকিনি ইউনিয়ন জেএসডির সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন, মো: আইয়ুব, ফলকন ইউনিয়নের সভাপতি দুলাল সর্দার, সম্পাদক শামসুদ্দিন হাওলাদার, সাহেবের হাট ইউনিয়ন সম্পাদক আবুল খায়ের, হাজির হাট ইউনিয়ন জেএসডির সম্পাদক মোক্তার হোসেন, কাদিরা ইউনিয়ন জেএসডি'র সম্পাদক বদিউল আলমসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ১৯৭১ সালে ২ রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন করা হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত