উপজেলার ৩নং মিরুখালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি মো. আবু হানিফ খানের বাড়িতে শনিবার রাতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। গভীর রাতে ১০/১২ জনের সংঘবদ্ধ সশস্ত্র ডাকাত দল ছোটহারজী গ্রামে বাড়ির পাঁকা ভবনের জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২ লাখ ২৫ হাজার টাকা ও ১৪ ভরি স্বর্ণ লুট করে নিয়েছে বলে পারিবারিকভাবে দাবী করা হয়। তবে থানা পুলিশ ঘটনাটি চুরি বলে জানিয়েছে।
ইউপি চেয়ারম্যান আবু হানিফ খান জানান, ওই রাতে তিনি বাড়ির দোতলায় ঘুমিয়ে ছিলেন। এসময় ১০/১২ জনের সংঘবদ্ধ ডাকাত দল জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে নিচতলায় থাকা তার বৃদ্ধা মা রহিমা খানম (৬৭) ও বাবা আ. সোবাহান (৭২)কে অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় তার মাকে মারধোর করে ষ্টীলের আলমারী ও সোকেচ ভেঙ্গে সকল মালামাল তছনছ করে নগদ ২ লাখ ২৫ হাজার টাকা ও ১৪ ভরি স্বর্ণ লুটে নেয়। এসময় চেয়াম্যানের মা চিৎকার দিলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়।
রোববার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার এবং থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনয় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে ও তিনি জানান।
এদিকে ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি মো. আবু হানিফ খানের বাড়িতে ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, এটা ডাকাতি নয় একটা চুরির ঘটনা। বাড়ির লোকজনও কাউকে শনাক্ত করতে পারেনি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।