'দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে হাতীবান্ধা উপজেলায় গন-উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় উপজেলা প্রশাসন কতৃক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
আজ রবিবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা ।
পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহ, ফায়ার সার্ভিস স্ট্যেশন অফিসার মনিরুল ইসলাম, ও গনউন্নয়ন কেন্দ্রের ফিল্ড অফিসার রবিউল হাসান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা ।আলোচনা শেষে ফায়ার সার্ভিসের আয়োজনে এক মহড়া অনুষ্ঠিত হয়।