রবিবার ২৭ এপ্রিল ২০২৫ ১৪ বৈশাখ ১৪৩২
রবিবার ২৭ এপ্রিল ২০২৫
পিমার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৬:৫৪ PM আপডেট: ১০.০৩.২০২৪ ৭:২৮ PM
প্রিন্ট মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন (পিমা), ঢাকায় প্রকাশিত জাতীয় সকল দৈনিক পত্রিকার বাণিজ্যিক বিভাগে কর্মরত সকল ব্যক্তিদের আস্থা ও প্রাণের সংগঠন। গত শুক্রবার (৮ মার্চ) ঢাকা-চাঁদপুর এক আনন্দঘন নৌভ্রমণের মধ্য দিয়ে পিমা কর্তৃক ৩য় বার্ষিক বনভোজন ২০২৪ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রিন্ট মিডিয়া মার্কেটিং এসোসিয়েশন (পিমা)-র সভাপতি মো. আল আমিন  বনভোজনকে সফল করতে কমিটির সাধারণ সম্পাদক শেখ মহসিন, সিনিয়র সহসভাপতি মাহিদুল ইসলাম জাকির, পিকনিক কমিটির আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব মুন্সী আব্দুল আলী, সহ সভাপতি মো. মোমিতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিনসহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও পিকনিক কমিটির সদস্যবৃন্দের টানা একমাস অক্লান্ত পরিশ্রমে পিকনিকটি সফলভাবে সম্পন্ন হয়। এই পিকনিকের মূল আকর্ষণ ছিল পিমার সদস্যদের নিয়ে ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতা। সদস্যদের নিয়ে খেলাগুলো সুন্দরভাবে পরিচালনা ও শেষ করেন সংগঠনের ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম। 

দ্বিতীয় আকর্ষণ ছিল র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান। মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মো. আতিকুর রহমান। র‌্যাফেল ড্র পরিচালনায় প্রাণবন্ত উপস্থাপনা দিয়ে পিমার সদস্যদের মাতিয়েছেন সংগঠনের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সরোয়ার কবির শাকিল। 

পাশাপাশি কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের ব্যাজ পরিধান, সম্মানিত ব্যক্তিবর্গ ও কার্যকরী কমিটির অন্যান্য সদস্যের বক্তৃতা,  শিল্পীদের মনমাতানো সংগীত পরিবেশনা এবং আর্কষণিয় র‌্যাফেল ড্রসহ রকমারি পর্বে সাজানো ছিলো নৌভ্রমণের স্বর্নালী পুরো সময়টুকু। শুভেচ্ছা বক্তব্যে পিকনিক কমিটির আহ্বায়ক মাহবুবুর রহমান পিকনিক সুন্দরভাবে সফল করায় তিনি পিকনিক কমিটির সকল সদস্য, পিমার কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

সংগঠনের সভাপতি  আল আমিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সকাল ৯:০০টায় সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে নৌভ্রমণটি শুরু হয়। এই আনন্দময় নৌভ্রমণে পিমার ২৫০ সদস্য অংশগ্রহণ করে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত