রবিবার ২৭ এপ্রিল ২০২৫ ১৪ বৈশাখ ১৪৩২
রবিবার ২৭ এপ্রিল ২০২৫
মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় রোজা শুরু মঙ্গলবার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৮:০১ PM
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই প্রথম রোজার তারিখ ঘোষণা করেছে। আগামী মঙ্গলবার (১২ মার্চ) পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। রোববার (১০ মার্চ) এই ঘোষণা দেয়া হয়েছে।

এদিকে চাঁদ দেখার জন্য এরই মধ্যে কমিটি গঠন করেছে আরব দেশগুলো। রোববার মাগরিবের নামাজের পর এসব দেশ থেকে চাঁদ পর্যবেক্ষণ করার কথা রয়েছে।

এদিকে অস্ট্রেলিয়ায় রোজা শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটিতে মঙ্গলবার (১২ মার্চ) শুরু হচ্ছে রোজা। 

অন্যদিকে ফিকহ কাউন্সিল অব নর্থ আমেরিকা’র (এসিএনএ) মতে, যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার দেশগুলোতে অস্ট্রেলিয়ার একদিন আগেই অর্থাৎ সোমবার (১১ মার্চ) থেকেই রোজা শুরু হবে। উত্তর আমেরিকার দেশগুলোতে রোববার (১০ মার্চ) রাতে প্রথম তারাবি নামাজ পড়া হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত