রবিবার ২৭ এপ্রিল ২০২৫ ১৪ বৈশাখ ১৪৩২
রবিবার ২৭ এপ্রিল ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৮:৫৭ PM
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করর্পোরেশন (বিসিক) এর আয়োজনে দশ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠান রবিবার(১০ মার্চ) বিকালে চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও।

বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, পিপিএম (সেবা) ও বীর মুক্তিযোদ্ধা এ্যাড.আব্দুস সামাদ। স্বাগত বক্তব্য দেন বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. আবু হোসেন। আলোচনা শেষে উদ্যোক্তাদের সম্মাননা হিসেবে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

আয়োজকরা জানান, কুটির মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসার, বিক্রয় সম্প্রসারণে সহায়তা, মেলার মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টিতে সহায়তা, উদ্যোক্তা ও ক্রেতার মধ্যে পারস্পারিক যোগাযোগ ও সংযোগ বৃদ্ধিতে সহায়তা এবং উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মান উন্নয়নে সৃজনশীল মতামত প্রাপ্তির লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়।

এর আগে জেলা প্রশাসনের সহযোগিতায় ৫০টি ষ্টল নিয়ে এই মেলা ৩ মার্চ থেকে শুরু হয়েছিল। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত