রবিবার ২৭ এপ্রিল ২০২৫ ১৪ বৈশাখ ১৪৩২
রবিবার ২৭ এপ্রিল ২০২৫
ময়মনসিংহে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চালক আহত
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ২:০৬ PM
জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। পাথর নিক্ষেপের ঘটনায় ট্রেনের চালক মো. আতিকুল ইসলাম (৪২) আহত হয়েছেন। এসময় পাথর এসে তার নাকে লেগে নাক ফেটে যায়।

আহত ট্রেন চালক মো. আতিকুল ইসলাম ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বিরামপুর গ্রামের আব্দুল হেকিমের ছেলে। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে গৌরীপুর থেকে ইশ্বরগঞ্জ স্টেশনের মাঝামাঝি বোকাইনগর এলাকায় এই ঘটনা ঘটে। বিজয় এক্সপ্রেস ট্রেনে কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) হানিফ মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি বোকাইনগর এলাকায় আসতেই দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে। পাথর ট্রেনের চালক মো. আতিকুল ইসলামের নামে লাগে। এতে তার নাক ফেটে যায়। পরে ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনে দাড় করিয়ে চালক আতিকুল ইসলামকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে অ্যাম্বুলেন্স যোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত