সোমবার ২৮ এপ্রিল ২০২৫ ১৫ বৈশাখ ১৪৩২
সোমবার ২৮ এপ্রিল ২০২৫
রাজবাড়ীতে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ২:১১ PM আপডেট: ১৪.০৩.২০২৪ ৩:১২ PM
রাজবাড়ীতে মোঃ নাজমুল হাসান মিন্টু ( ২৪) নামে এক ভূয়া সাংবাদিক কে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ । গ্রেপ্তার নাজমুল হাসান মিন্টু জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মোহাম্মদ আলী ভূইয়ার ছেলে । 

১৪ই মার্চ ( বৃহস্পতিবার) সকালে রাজবাড়ী সদর থানায় এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) ইফতেখারুজ্জামান ।

তিনি জানান, গ্রেপ্তার নাজমুল হাসান মিন্টু রাজবাড়ী সময় টিভির প্রতিনিধি আশিকুর রহমানের পরিচয় দিয়ে সময় টিভির ভূয়া পরিচয় পত্র ব্যবাহর করে টাকার বিনিময়ে বিচার শালিশ করে বেড়াত এমন কি কারো বিরুদ্ধে থানায় অভিযোগ হলে তার থেকে টাকা নিয়ে সমাধানের আশ্বাস দিত । টাকা না দিলে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা সময় টিভিতে  সংবাদ প্রকাশ  করার হুমকী দিত । সে দীর্ঘদিন সময় টিভি'র রাজবাড়ী প্রতিনিধি আশিকুর রহমানের নামে ভিজিটিং কার্ড বানিয়ে নানা যায়গায় প্রতারনা করে আসছিলো । রাজবাড়ী প্রেস ক্লাবের সদস্যও পরিচয় দিত। পরে প্রেস ক্লাবে খোজ নিয়ে জানা যায় সে প্রেস ক্লাবের  কোন সদস্য নয় ।

এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় ১৩ই মার্চ ৪১৯/৩৮৫ পেনাল কোডে একটি মামলা হয়েছে।  গ্রেফতার আসামীকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি। '

সংবাদ সম্মেলনে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার আলম প্রধান সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত