রবিবার ২৭ এপ্রিল ২০২৫ ১৪ বৈশাখ ১৪৩২
রবিবার ২৭ এপ্রিল ২০২৫
টঙ্গীতে পানির দাবীতে বিক্ষোভ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ৫:২৪ PM
গাজীপুরের টঙ্গীতে পানির দাবীতে বিক্ষোভ করেছেন গাসিক ৪৮ নং ওয়ার্ডে সাধারণ জনগন। বৃহস্পতিবার দুপুরে দত্তপাড়া এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় প্রায় একঘন্টা দত্তপাড়া বনমালা সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায় বিগত এক মাস যাবত নগরীর ৪৮ নং ওয়ার্ড এলাকার পাম্পগুলো বিকল থাকায় তীব্র পানি সংকট দেখা দিয়েছে। গাজীপুর সিটি করপোরেশনকে একাধিকবার চিঠি দিও সমাধান না পেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ওই ওয়ার্ডের বাসিন্দারা।

গাসিক ৪৮ নং ওয়ার্ডের বাসিন্দা কছিম উদ্দিনের সভাপতিত্ত্বে এসময়  উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর মৎস্যজীবী লীগের সভাপতি আসাদুল কবির, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন খোকন, কবির হোসেন, ওয়ার্ড যুবলীগের আহবায়ক মোতালেব হোসেন ও স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সজল সরকার প্রমূখ।

প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তারা জানান, এক মাস যাবৎ ওয়ার্ডের দুইটি পাম্প নষ্ট হয়ে গেছে। সংস্কার করা হয়নি এখনো। এর ফলে নানা স্থান থেকে পানি সংগ্রহ করে চাহিদা মেটাতে হচ্ছে বাসিন্দাদের। পানির সংকটে গোসল, কাপড় ধোয়া এমনকি রান্না-বান্নার কাজ করতে পারছে না। ওয়াডে বিভিন্ন মসজিদ থেকে অস্থায়ীভাবে পানির ব্যবস্থা করে দিলেও পানি সংগ্রহ করতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা।কয়েক দফায় গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের নির্বাহী কর্মকর্তার কাছে বিষয়টি সমাধান চেয়ে লিখিত আবেদন জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত হয়ে বাসিন্দারা গাজীপুর সিটি মেয়র জায়েদা খাতুনের পদত্যাগের দাবি জানিয়ে নানা স্লোগান দিতে থাকেন।এবিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর সফি উদ্দিন সফির সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কোন সাড়া পাওয়া যায়নি।

গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (টঙ্গী অঞ্চল) মো. সোহেল রানা বলেন, পানি সংকট সমাধানে কাজ চললাম আছে। অতি শীগ্রই এই সমষ্যা থেকে ওয়ার্ডবাসী মুক্তি পাবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত