জাতীয় নির্বাচনের পর এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। বেশ কিছু দিন ধরেই এমন গুঞ্জন চাউর হয়েছে। তবে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে মাহি চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে সংবাদমাধ্যমকে মাহি বলেন, ‘মিশা ভাই আমাকে তাদের প্যানেল থেকে নির্বাচন করার প্রস্তাব দিয়েছেন। আমি এখনও সিদ্ধান্ত নিইনি। আমি উত্তরে হ্যাঁ/না কিছু বলিনি। মিশা ভাইকে বলেছি, আমাকে ভাবার সময় দেন, দেখি।’
এ অভিনেত্রীর ভাষ্য, “আমি জাতীয় রাজনীতির সঙ্গে জড়িত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি আসন থেকে স্বতন্ত্র পদে অংশ নিয়েছিলাম। এখন আবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিলে এদিকে আমার জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব পড়বে কি না, সেটি মাথায় রাখতে হবে, ভাবতে হবে। তাই মিশা ভাইয়ের কাছে আমি সময় চেয়েছি। তবে শিগগিরই আমার সিদ্ধান্ত জানাব। ”
নির্বাচন বা রাজনীতির বিষয়ে মাহির বক্তব্য, ‘আমি মনে করি মানুষ রাজনীতি করে, নির্বাচন করে দেশসেবা, জনসেবা করার জন্য। শিল্পী সমিতি থেকে নির্বাচন করে জয়ী হয়ে এসে শিল্পীদের স্বার্থে, শিল্পীদের কল্যাণে কাজ করা সম্ভব। এটিও একধরনের জনসেবার কাজ।’
প্রসঙ্গত, প্রায় দেড় বছর পর্দার বাইরে ছিলেন এ অভিনেত্রী। এর মধ্যে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। এ ছাড়া গত মাসে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন তিনি। সম্প্রতি আবারও কাজে ফিরেছেন মাহি। প্রস্তুতি নিচ্ছেন সিনেমায় ফেরারও। এর মধ্যেই আরেক ভোটে প্রতিদ্বন্দ্বিতার খবর এলো।