নারীদের বোরকা ও নিকাব পড়ে ভিক্ষা করা অবস্থায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি মসজিদের সামনে থেকে এক যুবককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
শুক্রবার (১৫ মার্চ) খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, রমজান মাসে ভিক্ষাবৃত্তি বন্ধের জন্য আরব আমিরাতে অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় তাকে ভিক্ষা করার সময় গ্রেফতার করা হয়। ভিক্ষার নামে বেশিরভাগ মানুষ প্রতারিত হওয়ার কারণে আমিরাতে এ কাজ একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।
দুবাই পুলিশের সন্দেহভাজন এবং অপরাধমূলক ঘটনা বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার আলী সালেম আল শামসি বলেন, ওই পুরুষ নারীর পোশাক পড়ে ভিক্ষা করছিলেন। পুরুষদের তুলনায় নারীদের প্রতি মানুষ বেশি সহানুভূতিশীল হওয়ায় তিনি এ পন্থা বেছে নিয়েছেন।
তিনি আরও বলেন, নারীর ছদ্মবেশে একজন পুরুষ ভিক্ষা করছে এমন অভিযোগের ভিত্তিতে ওই পুরুষকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এই কর্মকর্তা ভিক্ষা প্রদান থেকে সাধারণ মানুষকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ভিক্ষুকরা মানুষের সহানুভূতি পেতে বিভিন্ন গল্প বলে থাকে; যেগুলোর সঙ্গে বাস্তবতার কোনো মিল থাকে না। এছাড়া এসব ভিক্ষুক মসজিদ, হাসপাতাল, ক্লিনিক এবং রাস্তার পাশে বসে। কারণ এসব জায়গায় মানুষ বেশি দান করে থাকেন।
ভিক্ষুকদের ভিক্ষা না দিয়ে বিভিন্ন দাতব্য সংস্থায় দান করার জন্য আহ্বান জানিয়েছেন ব্রিগেডিয়ার সামসি। তিনি বলেন, এসব সংস্থায় দান করলে সেগুলো সত্যিকারের অভাবী মানুষের কাছে পৌঁছাবে।