জমকালো আয়োজনে পর্দা উঠেছে আইপিএলের ১৭তম আসরের। এবারের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
চেন্নাইয়ের হয়ে এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি পেসার মুস্তাফিজুর রহমান। তাকে রেখেই দলটি একাদশ সাজিয়েছে। তবে টস হেরে আগে ফিল্ডিং করবে চেন্নাই।
শুক্রবার (২২ মার্চ) নিজেদের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
নির্ধারিত সময়ের কিছুটা দেরিতেই হয়েছে উদ্বোধনী ম্যাচের টস। যেখানে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর অধিনায়ক। চেন্নাইয়ের একাদশে চার বিদেশির তালিকায় রয়েছেন মুস্তাফিজ। দলে থাকা বাকি তিন বিদেশি ক্রিকেটার হচ্ছেন– রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল ও মহেশ থিকশানা।
প্রথম একাদশে না থাকলেও, চেন্নাইয়ের সাবস্টিটিউট ক্রিকেটারের তালিকায় আছেন মঈন আলি। আইপিএলের ইম্প্যাক্ট ক্রিকেটারের নিয়ম অনুসারে, তিনি অন্য কোনো বিদেশি ক্রিকেটারের বদলে ব্যাটিংয়ে নামতে পারবেন।