ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের লাশ ঘরে অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে।
আজ শনিবার (২৩ মার্চ) সকাল ১০ টার দিকে লাশ ঘরে আগুন লাগে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কিছু সংখ্যক ফার্নিচার পুড়ে যায়। তবে বড় ধরনের কোন ক্ষতি হয়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, আগর বাতির আগুন থেকে উক্ত অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এ ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশসহ হাসপাতাল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।