রবিবার ২৭ এপ্রিল ২০২৫ ১৪ বৈশাখ ১৪৩২
রবিবার ২৭ এপ্রিল ২০২৫
স্বরূপকাঠিতে তিন কেজি গাজাসহ মাদক কারবারি গ্রেফতার
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৪:২৩ PM
স্বরূপকাঠিতে সাড়ে তিন কেজি গাজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে উপজেলার  পূর্ব সোহাগদল গ্রামের মাদক সম্রাট খ্যাত বেল্লাল হোসেন (২৭), তার মা দেলোয়ারা বেগম(৫০) ও বোন জায়েদা আক্তার স্বর্না (২৫) কে তাদের বাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ। 

এসময় তাদের ঘর থেকে সাড়ে তিন কেজি গাজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হয়েছে। বেল্লাল পূর্ব সোহাগদল গ্রামের জহিরুল হকের ছেলে।

নেছারাবাদ থানার ওসি মো. গোলাম সরওয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টর তদন্তসহ বেশ কজন অফিসার ও ফোর্সের সমন্বয়ে অভিযান চালানো হয়।

বেল্লাল তার মা বোনকে নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে এমন তথ্যের পর থেকে পুলিশ নজরদারীতে রেখে আসছিল। শুক্রবার দিবাগত রাতে খবর পেয়ে ঝটিকা অভিযান চালিয়ে ওই গাজাসহ তাদের গ্রেফতার করা হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত