১৯৭৯ সালে নির্মিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পাবলিক লাইব্রেরি। এটি উপজেলা সদরের ভূমি অফিসে পশ্চিম দিকে অবস্থিত।
এক সময় পাবলিক লাইব্রেরিতে নানা বয়সী পাঠকরা সাহিত্য গবেষণা, বিষয়ভিত্তিক বই পড়া, নানা রকম বই ও পত্রপত্রিকা নিয়মিত পড়তেন। সাহিত্য আড্ডা, কবিতা আবৃত্তি, ইতিহাস চর্চা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান এই পাবলিক লাইব্রেরিতেই হতো। প্রবীণদের কাছে এগুলো এখন স্মৃতির বিষয়।
৪২ বছরের পুরনো পাবলিক লাইব্রেরিতে নেই কোনো তত্ত্বাবধায়ক। ফলে জ্ঞানের আলো থেকে বঞ্চিত তরুণ প্রজন্ম। রক্ষণাবেক্ষণের অভাবে ১০ বছর ধরে বন্ধ থাকার কারণে নষ্ট হয়ে যাচ্ছে প্রায় তিন হাজার অনেক মূল্যবান বই। ইসলামিক ফাউন্ডেশনের কাছে কয়েক বছর আগে দ্বিতল ভবনের নিচতলা ভাড়া দেওয়া হয়েছে।
তালাবদ্ধ গণগ্রন্থাগার ভবনের বাইরের পরিবেশ দেখে বোঝা যায়, এখানে দীর্ঘদিন ধরে লোকজনের কোনো পদচারণ নেই। সন্ধ্যার পর ভবনের আশপাশে ভুতুড়ে পরিবেশ বিরাজ করে। বর্তমানে এই পাবলিক লাইব্রেরিতে নতুন বই সংগ্রহ ও বন্ধ লাইব্রেরি খোলা দাবি জানাচ্ছে স্থানীয় সচেতন নাগরিকরা।
পাবলিক লাইব্রেরি বিষয়ে জানতে চাইলে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেজবা-উল আলম ভূইয়া বলেন, সরাইলের সর্বস্তরের মানুষ চাচ্ছে পাবলিক লাইব্রেরি চালু হোক, আমিও সেটাই চাই। পাবলিক লাইব্রেরি চালু করার সকল কার্যক্রম ও প্রক্রিয়া চলমান আছে। অতি দ্রুত খোলা হবে।