নেত্রকোণার কেন্দুুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে হেনুল মিয়া (৩৬) নামে এক হাঁস খামারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা মোজাফরপুর ইউনিয়নে বড়তলা গ্রামে নিহতের বাড়ির উঠানে এঘটনাটি ঘটে। নিহত হেনুল মিয়া বড়তলা গ্রামের মৃত আইজউদ্দিনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানায়,ঘটনার দিন নিহত হেনুল মিয়া তাঁর নিজ বাড়ির উঠানে খামার থেকে হাঁসের বাচ্চা বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। হেনুল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কেন্দুুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.এনামুল হক জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। তাদের আবেদনের প্রেক্ষিতে নিহতের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।