মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরে জাহাজের ধাক্কায় ল্যান্ডমার্ক ফ্রান্সিস স্কট কি সেতুধসের ঘটনায় পানির নিচে ডুবে থাকা একটি লাল রঙের পিকআপ ট্রাক থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুধসের সময় ওই পিকআপে আটজন নির্মাণশ্রমিক ছিলেন। এর মধ্যে দুইজনকে মঙ্গলবার (২৮ মার্চ) জীবিত উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় নিখোঁজ ছয়জনকে পানির তাপমাত্রা এবং কতক্ষণ তারা পানির নিচে ছিল তার উপর ভিত্তি করে মৃত বলে ধারণা করা হয়েছিল।
সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনার জাহাজ 'ডালি' স্থানীয় সময় দেড়টার দিকে ৪৭ বছর বয়সী সেতুটিতে আঘাত করে। তার মাত্র ৪৫ মিনিট আগে পোর্ট ব্রীজের টার্মিনাল থেকে প্রায় রাত পৌনে একটায় শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশ্যে রওনা হয়েছিল ডালি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি বৈদ্যুতিক গোলযোগের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটিয়েছে। তবে সমস্যা বুঝতে পেরে আগেই জাহাজটি প্রায় এক কিলোমিটার দূর থেকে সতর্ক সংকেত পাঠিয়েছিল। ফলে সেতুতে ওঠার মুখে অনেক গাড়ি থামানো সম্ভব হয়। এতে অনেক মানুষের জীবন বেঁচে গেছে।