মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
শ্রীমঙ্গলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ১:২৪ PM আপডেট: ১৭.০৪.২০২৪ ১:৩১ PM
শ্রীমঙ্গলে নানা কর্মসুচির মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে আজ বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স হলে  'ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা' শীর্ষক আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায়,  উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক, মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু প্রমুখ।

উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, সিনিয়র  মৎস্য কর্মকর্তা ফারাজুল কবির, জাইকার উপজেলা ফেসিলিটেটর নিশিথ বরন রায়, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মিছলু আহমদ চৌধুরী, শ্রীমঙ্গল রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও স্বর্ণপদকপ্রাপ্ত সাংবাদিক আতাউর রহমান কাজল, সাধারন সম্পাদক ও এশিয়ান টিভির প্রতিনিধি এসকে দাশ সুমন প্রমুখ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত