বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
ছেলেকে কোলে নিয়ে বিয়ের পিড়িতে রূপাঞ্জনা মিত্র
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, ৩:০৪ PM আপডেট: ২১.০৪.২০২৪ ৩:১২ PM
বিয়ে সারলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র ও তাঁর প্রেমিক রাতুল মুখার্জি। গত বছর ২৩ ফেব্রুয়ারি দার্জিলিংয়ে বাগদান সেরে ১৯ এপ্রিল কলকাতার এক হোটেলে বিয়ে সারলেন এই জুটি। রূপাঞ্জনা ও রাতুলের খুব ঘনিষ্ঠ মানুষজনেরা উপস্থিত ছিলেন এই বিয়েতে। জানা গেছে, হিন্দু বিয়ের সমস্ত রীতি মেনেই বিয়ে হয়েছে।

বিকাল সাড়ে চারটায় ছিল তাঁদের বিয়ের লগ্ন। হাতে শাঁখা-পলা, সঙ্গে মানাসই সোনার গয়না, পরনে লাল রঙের বেনারসি ও বটল গ্রীণ ব্লাউজে সেজে উঠেছিলেন রূপাঞ্জনা। অন্যদিকে, চিরাচরিত বর বেশে সেজে ছিলেন রাতুল। ছেলে রিয়ানকে কোলে নিয়েই বিয়ে করলেন অভিনেত্রী।

সিঙ্গেল মাদার রূপাঞ্জনা। ২০১৭ সাল থেকে ছেলে রিয়ানকে একাই বড় করেছেন তিনি। সিরিয়াল, সিনেমার কাজের পাশাপাশি পরিবারের সমস্ত দায়িত্ব সামলান অভিনেত্রী।

রাতুলও টলিউডের চেনা মুখ। শুটিং ফ্লোরেই দুজনের আলাপ। তার পর বন্ধুত্ব ও প্রেম। নিজের সম্পর্ক নিয়ে কখনও লুকোচুরি করেননি রূপাঞ্জনা। সবসময় জানিয়েছেন, তাঁদের সম্পর্ক পরিণত।

এতে রিয়ানেরও কোনও সমস্যা নেই। তাইতো দার্জিলিংয়ে রাতুল-রূপাঞ্জনার বাগদানের সাক্ষী ছিল রিয়ান।

এর আগে সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছিলেন, ছেলে রিয়ানের কথা মাথায় রেখেই নতুন শুরুর চিন্তাভাবনা। রাতুলের সঙ্গে রিয়ানের বন্ধুর মতো সম্পর্ক। দুজন দুজনকে ‘চ্যাম্প’ বলে ডাকে। আবার রূপাঞ্জনাকে রাতুল-রিয়ান ডাকে ‘ভুটিয়া’ বলে। তিনজন একসঙ্গে থাকলে যেন আর কাউকে লাগে না। রিয়ানের সঙ্গে কথা বলেই রূপাঞ্জনা-রাতুলের বিয়ের সিদ্ধান্ত নেওয়া বলেও জানিয়েছেন অভিনেত্রী।

রুপাঞ্জনা-রাতুলের বিয়েতে টলিউডের একাধিক অভিনেতা, প্রযোজকরা হাজির ছিলেন। অভিনেত্রী ইশা সাহা এদিন নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন। দেখা মিলল নববিবাহিতা সন্দীপ্তা সেনের। এছাড়া প্রযোজক রানা সরকারও এসেছিলেন এই তারকা জুটির বিয়েতে। দেখা গেছে রাহুল দেব বসুকেও।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত