শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
দশমিনায় দুই ইজিবাইক সহ চোর চক্রের ৩ সদস্য আটক
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৪:৫৯ PM
দশমিনায় থানা পুলিশের হাতে দুই ইজিবাইক সহ চোর চক্রের তিন সদস্যকে আট করেছে  থানা পুলিশ ৷ 

থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বেতাগিনাসকিপুর ইউনিয়নের খারিজা বেতাগি রহিম হাওলাদারের বসত ঘরের সামনে চোরই ইজিবাইক বেঁচা-বিক্রির সময় দশমিনা থানা পুলিশের উপপুলিশ পরিদর্শক(এসআই) আসাদুজ্জামান জুয়েলের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে আটক ও দুটি ইজিবাইক জব্দ করা হয়।

আটক কৃতরা হলো বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের মৃত্যু. রশিদ সরদারের ছেলে মো:সাইদুল সরদার(২৫), নওমালা ইউনিয়নের, বটকাজল ০৬নং ওয়ার্ডের মৃত্যু. দুলাল মৃধার ছেলে মো:ওহিদুল (২০) এবং মো: খলিল মৃধার ছেলে মো:রাহাত (১৯)। 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, এই চক্রটি অনেক দিন দশমিনা উপজেলায় চোরাই ইজিবাইক বেঁচা-বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে কাটক করা হয় এবং দুটি ইজিবাইক জব্দ করা হয়। 

আটক কৃতদের বিরুদ্ধে দশমিনা থানায় নিয়মিত মামলা হয়েছে । এর সাথে ৬-৭ জন জড়িত আছে তাদের গ্রেফতারের চেষ্ট চলছে। আটক কৃত তিনজনকে আদালতে প্রেরন করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত