বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
খুলনার ইস্টার্নগেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৫:৪৭ PM
খুলনার খানজাহান আলী থানার ইস্টার্ন গেট খুলনা - যশোর মহাসড়কের দুই পাশে এর সড়কের  জায়গায় অবৈধভাবে প্রতিষ্ঠিত দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার ২২শে এপ্রিল সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনিসুজ্জামান মাসুদ, এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট রুবায়েদ আহমেদ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডলের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম বলেন, খানজান আলী থানার ইস্টার্ন গেট খুলনা- যশোর মহাসড়কের দুই পাশে সড়ক  ভবনের নিজস্ব জায়গায় অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। একাধিকবার তাদেরকে সরে যেতে বললেও শোনেননি তারা। এজন্য অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জাহান, ফুলতলা উপজেলা এসিল্যান্ড পাপিয়া সুলতানা, সহকারী পুলিশ কমিশনার দৌলতপুর জোন আবুল বাশার, খানজাহান আলী থানা অফিসার্স ইনচার্জ হাফিজুর রহমান, সহকারী নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপদ প্রসেনজিৎ  পাল প্রমুখ। এছাড়া খানজাহান আলী ফায়ার সার্ভিসের এক ইউনিট অবৈধ উচ্ছেদ অভিযানের সহযোগিতা করেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত