নাশকতা মামলায় এবার পাইকগাছা উপজেলা বিএনপি’র ১৬ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।
সোমবার দুপুর ১২টার দিকে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহামুদা খাতুন এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৭ অক্টোবর ৩১৬/২৩ এবং একই বছরের ৬ নভেম্বর ২২৩/২৩ ধারায় পাইকগাছা থানায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নামে পৃথক দুটি নাশকতা মামলা দায়ের করেছিল পুলিশ। সেই মামলায় হাইকোর্টের জামিনের মেয়াদ শেষে হলে খুলনার আদালতে জামিন আবেদন করলে নামঞ্জুর করে বিএনপির নেতাকর্মীদের কারাগারে প্রেরণের নির্দেশ দেয় আদালত।
এর আগে, গত ১৬ এপ্রিল সাতটি মামলায় ডুমুরিয়া উপজেলা বিএনপির ৭৮জন নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণ করা হয়।
এছাড়া আগামীকাল বুধবার খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পীসহ রূপসা উপজেলার বিএনপি নেতাকর্মীদের কয়েকটি মামলায় হাজিরা রয়েছে।