চলতি মাসের প্রথম দিকে ভূমিকম্পে কেঁপে উঠে তাইওয়ান। এর রেশ কাটতে না কাটতেই এবার আবারও ভূমিকম্প অনুভূত হলো তাইওয়ানে।
সোমবার এক রাতেই সেখানে ৮০ বার কেঁপে উঠে তাইওয়ান। এতে দুটি ভবন ধসে পড়ে। কোনো নিহতের তথ্য পাওয়া যায়নি।
এবারের ভূমিকম্পগুলো হুয়ালিয়েনের বৃহত্তর গ্রামীণ এলাকায় বেশি অনুভূত হয়েছে। গত ৩ এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পে এই অঞ্চলটি বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত তাইওয়ান একটি ভূমিকম্পপ্রবণ দেশ। প্রায় নিয়মিত এখানে ভূমিকম্প আঘাত হানে।
তাইওয়ানে গত ২৫ বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প তাইওয়ানে আঘাত আনে। তাতে প্রায় ২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়।