মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
এখনও পার্পল ক্যাপ পেতে পারেন মোস্তাফিজ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১২:১৯ PM
চলতি আইপিএলে মোস্তাফিজুর রহমানের শুরুটা ছিল দুর্দান্ত। প্রথম দুই ম্যাচে ৬ উইকেট শিকার করেছেন চেন্নাই সুপার কিংসের বাংলাদেশি এই পেসার। তবে শেষ দুটি ম্যাচ ভালো হয়নি মোস্তাফিজের।

গত ১৪ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ ওভার বল করে মোস্তাফিজ খরচ করেছেন ৫৫ রান। পরের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে টাইগার পেসারের খরচ ৪৩ রান। তার খরুচে বোলিংয়ের দুই ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে জয় পেলেও লখনৌর কাছে হেরেছে চেন্নাই।

সবমিলিয়ে ৬ ম্যাচে ১১ উইকেট নিয়ে এখনো চেন্নাইয়ের সর্বোচ্চ উইকেটশিকারি মোস্তাফিজ। আর চলতি মৌসুমে উইকেট শিকারের দিক থেকে এই টাইগার পেসার আছেন তৃতীয়স্থানে।

আজ মঙ্গলবার লখনৌর বিপক্ষে নিজেদের ঘরের মাঠ এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে মোস্তাফিজের চেন্নাই। এই ম্যাচে সর্বোচ্চ উইকেটশিকারির পার্পল ক্যাপ ফিরে পাওয়ার দারুণ সুযোগ রয়েছে এই টাইগার পেসারের।

লখনৌর বিপক্ষে যদি ৩ উইকেট শিকার করতে পারেন, তাহলে নিজের হারানো মুকুট (পার্পল ক্যাপ) আবার ফেরত পাবেন মোস্তাফিজ। তবে লখনৌর বিপক্ষে অতীত রেকর্ড ভালো নেই বাঁহাতি এই পেসারের। আইপিএল ক্যারিয়ারে লখনৌর বিপক্ষে ৩ ম্যাচ খেলে মোস্তাফিজের উইকেট মাত্র ১টি, চলতি আইপিএলে নিজেদের সর্বশেষ ম্যাচে।

তবে এই ম্যাচে ৩ উইকেট আশা করতেই পারেন মোস্তাফিজ। কারণ, চেন্নাইয়ের চিদাম্বরমের স্লো-উইকেটে বেশ কার্যকরী বোলিং করতে পারেন তিনি। এই মাঠেই ৩ ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। ঘরের মাঠে মোস্তাফিজের দারুণ বোলিংয়ের প্রশংসা শোনা গেছে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি ও মহেন্দ্র সিং ধোনির মুখেও।

এখন পর্যন্ত মৌসুমের সর্বোচ্চ উইকেটশিকারি মুম্বাইয়ের যশপ্রিত বুমরাহ। তার কাছেই আছে পার্পল ক্যাপ। ৮ ম্যাচে ডানহাতি এই পেসার শিকার করেছেন ১৩ উইকেট। সমান উইকেট রয়েছে যুজবেন্দ্র চাহাল ও হারশিত প্যাটেলের ঝুলিতেও। এছাড়া মুম্বাইয়ের দক্ষিণ আফ্রিকান পেসার জেরাল্ড কোয়েটজি শিকার করেছেন ১২ উইকেট।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত