শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
শিবা শানু, জয় চৌধুরী ও আলেকজ্যান্ডার বো’র নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৮:২৭ PM আপডেট: ২৩.০৪.২০২৪ ৮:৩৬ PM
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান ছিল আজ (২৩ এপ্রিল)। বিকেলে বিএফডিসিতে  শিল্পীদের শপথগ্রহণ শেষ হতেই ঘটে অপ্রীতিকর ঘটনা। সংবাদিকদের ওপরে হামলা চালানো হয়। প্রাথমিক অবস্থায় উপস্থিত সাংবাদিকদের থেকে জানা যায় এ ঘটনার সূত্রপাত ঘটে অভিনেতা শিবা শানুর মাধ্যমে। 

শিল্পী সমিতির শপথ গ্রহণ শেষে একজন গণমাধ্যমকর্মীকে হঠাৎ করেই মারতে শুরু করেন। এই পর্যায় অন্যান্য সংবাদকর্মীরা তাকে আটকাতে গেলে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত  হয়ে যায়।   

এ ঘটনায় দৈনিক খবরের কাগজের বিনোদন প্রতিবেদক মিঠুন আল মামুন ও বাংলাভিশন এবং চ্যানেল 24 এর ক্যামেরাপারসনসহ ১০ জনের মতো সংবাদকর্মী ও ইউটিউবার আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অনেকেই বলেছেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনার নেতৃত্ব দেয়েছেন শিবা শানু, জয় চৌধুরী ও আলেকজ্যান্ডার বো। 

বিষয়টি নিয়ে সমিতির সাধারণ সম্পাদক ডিপজল সংবাদমাধ্যমকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা দেখছি। এটা খুবই দুঃখজনক। বিষয়টি যেভাবে দেখা দরকার তা আমরা দেখছি।’

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা গেছে, চিত্রনায়িকা ময়ূরীর মেয়ের সাক্ষাৎকারকে কেন্দ্র করে শিল্পীদের সঙ্গে সাংবাদিকদের গণ্ডগোলের শুরু। একপর্যায়ে বেশ কয়েকজন অভিনয়শিল্পী সাংবাদিকদের উপরে হামলে পড়েন।

এর আগে বিএফডিসির খোলা প্রাঙ্গণে বিকেল সাড়ে ৫টায় সভাপতি মিশা সওদাগরের নেতৃত্বে শপথ গ্রহণ করেন চলচ্চিত্র শিল্পী সমিতির বাকি সদস্যরা। এর আগে প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু মিশাকে শপথ পাঠ করান। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত