মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
কলমাকান্দা উপজেলা নির্বাচনে ১১ প্রার্থীর প্রতীক বরাদ্দ
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১:৪৬ AM আপডেট: ২৪.০৪.২০২৪ ১১:৫৩ AM
আসন্ন নির্বাচন ঘিরে সরগরম নেত্রকোনার কলমাকান্দা উপজেলা। প্রার্থীদের দৌড়ঝাঁপ। বইছে নির্বাচনী হাওয়া, লেগেছে উৎসবের আমেজ।

কলমাকান্দা উপজেলায় এখন ভোটের হাওয়া বইছে। ইতোমধ্যে ৩ পদের লড়াইয়ে ১১ প্রার্থী মনোনয়নপত্রও জমা দিয়েছেন। ২২ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। ২ জন প্রত্যাহার করেছেন। এরপর প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন, ৮ মে হবে ভোটগ্রহণ।

প্রতীক পেয়েই পুরোদমে নির্বাচনী মাঠে লড়াইয়ে নামবেন চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।

যদিও তফশিল ঘোষণা হওয়ার পরেই সম্ভাব্য প্রার্থীরা আটঘাট বেঁধেই মাঠে নেমেছেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে দোয়া ও সমর্থন চেয়েছেন  ভোটারদের কাছে। পাড়া-মহল্লায় মতবিনিময়ে ব্যস্ত সময়ও পার করছেন প্রার্থীরা।

চায়ের আড্ডা থেকে শুরু করে যানবাহনের যাত্রীরাও মেতেছেন উপজেলা নির্বাচনের আলোচনায়।সবমিলিয়ে উপজেলা নির্বাচনের হাওয়া বইছে কলমাকান্দা উপজেলায়।

মঙ্গলবার তিন পদেই প্রতীক বরাদ্দ পেয়েছে, চেয়ারম্যান আব্দুল কুদ্দুস (দোয়াত কলম), মোস্তাফিজুর রহমান চয়ন (ঘোড়া), মোঃ ফজলুল হক (আনারস) , মোঃ মাহতাব উদ্দিন (মোটরসাইকেল), রফিকুজ্জামান খোকন (কৈ মাছ), শাহ জাহাঙ্গীর কবির (হেলিকপ্টার), শাহিন মিয়া (টেলিফোন)।ভাইস চেয়ারম্যান , অলি আহমেদ (তালা), মোঃ হাবিবুর রহমান (চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান কুমকুম নখরেক (ফুটবল) ও মোছাঃ রুনা আক্তার (কলস) প্রতীক পেয়েছেন।।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত