বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
ডোমারে বৃষ্টির জন্য আল্লাহর কাছে শতাধিক মুসল্লীর প্রার্থনা
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৩:৫৯ PM আপডেট: ২৪.০৪.২০২৪ ৪:০১ PM
নীলফামারীর ডোমারে তীব্র তাপপ্রবাহ ও  অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য প্রার্থনায় বিশেষ নামাজ সালাতুল ইস্তেখারা আদায় করেছেন মুসল্লিরা।

বুধবার (২৪এপ্রিল) সকাল ১১টায় উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী শব্দিগঞ্জ ঈদগাঁ মাঠে বৃষ্টির জন্য ইস্তেখারা নামাজ আদায় করা হয়। নামাজ শেষে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বৃষ্টির জন্য প্রার্থনা করে শতাধীক মুসল্লী।

বিভিন্ন বয়সের মানুষ নামাজের জন্য মাঠে হাজির হন। নামাজের ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশ্যে নিয়মকানুন বলেন। এরপর দুই রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষে দুই হাত তুলে চলমান প্রচন্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে মোনাজাত করেন তারা। এসময় নামাজে ছয় শতাধিক মুসল্লী অংশ গ্রহন করেন।

নামাজে ইমামতি করেন মোহতামিম বালাপাড়া কওমি মাদ্রাসার পঞ্চগড়ের ইমাম হাফেজ মুহাম্মদ মাহমুদুল ইসলাম।

তিনি বলেন, কোরআন হাসিদের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (স:) সাহাবীদের নিয়ে খোলা ময়দানে ইস্তিস্কার নামাজ আদায় করতেন। সে জন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।  এসময় নামাজে অংশ নেন শব্দিগঞ্জ ঈদগাঁ ময়দানের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রামানিক, সহসম্পাদক কারিকুল ইসলাম মিলাল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত