বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
ভালুকায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৪:০২ PM
সাব সেক্টর কমান্ডার ও আফসার বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) মরহুম আফছার উদ্দিন আহাম্মেদকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, প্রতিবাদসভা ও স্মারবলিপি প্রদান করা হয়েছে।

মানববন্ধনে উপস্থিত বক্তারা কটুক্তিকারী উপজেলার মেদুয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জেসমিন নাহার রানীকে অপসারণ ও গ্রেপ্তার দাবি করেন।

গতকাল বুধবার (২৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের পাশে ভালুকা-গফরগাঁও সড়কে ঘন্টাব্যাপী ওই মানবন্ধন অনুষ্ঠিত হয়। 

মুক্তিযোদ্ধা সংসদ ওই মানববন্ধনের আয়োজন করে। এতে অন্যান্যের মাঝে বক্তৃতা করেন, মুক্তিযোদ্ধা সন্তান সাবেক সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া, ভাইস চেয়ারম্যান মো. আমিনূল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. জুয়েল মিয়া, মহাসচিব মো. শফিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মো. শের আলী, বীর মুক্তিযোদ্ধা পারভেজ খোকন, বীর মুক্তিযোদ্ধা মো. মকবুল হোসেন, উপজেলা মহিলা লীগের সভাপতি মিলি আক্তার, উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রহিমা আফরোজ শেফালী, পৌর কাউন্সিলর হুমায়ুন মুন্সী, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ভালুকা উপজেলা কমান্ডের সাধারণ সম্পাদক মনিরুজ্জমান মনির। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত