বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
স্বরূপকাঠিতে ধর্ষণের অভিযোগে চেয়ারম্যানের ভাগনে গ্রেফতার
স্বরূপকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৪:০৮ PM আপডেট: ২৪.০৪.২০২৪ ৪:১২ PM
স্বরূপকাঠিতে ধর্ষণের অভিযোগে ইউপি চেয়ারম্যানের ভাগনে মেহেদি হাসান বাপ্পি শেখ কে (২২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সমুদয়কাঠী ইউপি চেয়ারম্যান হুমায়ুন বেপারীর বাড়ীর পেছন থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ধর্ষিতার মা শারমিন আক্তার শিমু বাদী হয়ে থানায় নিয়মিত ধর্ষন মামলা দায়ের করেন। গ্রেফতাকৃত বাপ্পিকে আদালতে প্রেলন করেন। 

পুলিশ ধর্ষিতাকে মেডিকেল পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে প্রেরণ  করেেছন। 

নেছারাবাদ থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার জুলুহার গ্রামের শিমুল  তালুকদার এর স্ত্রী তার দুই সন্তানকে ঘরে রেখে ছোট বাচ্চার জন্মনিবন্ধ করানোর জন্য ইউনিয়ন পরিষদে যান। এ সুযোগে একই এলাকার মোঃ মজিবর রহমান শেখ এর ছেলে মেহেদি হাসান বাপ্পি শেখ ঘরে ঢুকে আমার বড় মেয়েকে ধর্ষন করে। 

মা বাড়ীতে এসে মেয়েকে অসুস্থ দেখে প্রতিবেশীদের পরামর্শে মেয়েকে চিকিৎসা করানোর জন্য দ্রুত কাউখালী হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক থানায় যাওয়ার পরামর্শ দিলে তারা প্রথমে কাউখালী থানায় যায়। ঘটনা স্বরূপকাঠির হওয়ায় তারস তাদেরকে  নেছারাবাদ থানায় পাঠিয়ে দেয়। নেছারাবাদ থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করেন। এর পূর্বে ঘটনার কথা জানতে পেরে নেছারাবাদ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং ধর্ষক বাপ্পি তার মামা হুমায়ুন চেয়ারম্যান এর বাড়ীতে আছে খবর পেয়ে পুলিশ চেয়ারম্যান বাড়ীতে গেলে ওই বাড়ী থেকে পালানোর সময় বাড়ীর পেছনের বাগান থেকে তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে নেছারাবাদ থানার ইন্সপেক্টর এইচ এম শাহিন জানান, পুলিশ খবর  দ্রুত সময়ের মধ্যে ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়। নিয়মিত মামলা  রুজু করে আসামী মেহেদি হাসান বাপ্পি শেখকে আদালতে এবং ধর্ষিতাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত