তীব্র তাপদাহে মানুষ যখন অতিষ্ট ঠিক তখনই মানুষের মাঝে খাবার স্যালাইন ও পানি নিয়ে রাস্তায় নামেন কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি সমাজসেবক আঃ লতিফ খসরু।
বুধবার দুপুরে কাউখালী উপজেলা সড়ক, কৃষি ব্যাংক সড়কসহ উপজেলার বিভিন্ন সড়কে রিক্সা চালক পথচারী, শ্রমিকসহ প্রায় শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে পানি ও প্যাকেট স্যালাইন বিতরণ করেন।
রিক্সা চালক মোঃ সাব্বির জানান, প্রচন্ড গরমে যখন ক্লান্ত হয়ে ঝিমোচ্ছি তখনি খসরু ভাই পানি ও স্যালাইন নিয়ে এলো। স্যালাইন মেশানো পানি পান করে দেহে যেন প্রাণ পেলাম। দোয়া করি খসরু ভাই যেন সুস্থ্য হয়ে বেচে থাকেন। তার এমন উদ্যোগতে আমি সেলুট জানাই।
আঃ লতিফ খসরু জানান, তীব্র গরমে মানুষ অতিষ্ট, তাই তাদের জন্য আমার এই উদ্যোগ। মানুষের সেবা করতে পারাটাই আমার মূল লক্ষ্য।