শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
পিরোজপুরে রাসেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৪:৪৪ PM
পিরোজপুরে রাসেল (২৩) হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। বুধবার সকালে শহরের টাউন ক্লাব রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মানববন্ধন রাসেল হত্যা বিচারের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন কাউন্সিলর টিপু সুরদার, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিলন মীর, নিহতের চাচা ইমরান মীর, বশির সিকদার প্রমূখ। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাসেল মীর পিরোজপুর সদর পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম মুক্তারকাঠী নিবাসী ঈদ্রিস মীরের একমাত্র পুত্র । গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কদমতলা ইউনিয়ন পরিষদের সামনে রাসেকে পিটিয়ে গুরুত্বর আহত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। 

তাৎক্ষনিক খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে গে‌লে বুধবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয়। 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আসিকুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দ্রুত তদন্ত শেষে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে আশ^স্ত্য করেন রাসেলের স্বজনদের। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুস্তি চলছে।

 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত