শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
নালিতাবাড়ীতে লোডশেডিংয়ের ফলে বোরো আবাদ হুমকির মুখে
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৪:৫০ PM
নালিতাবাড়ীতে চলতি তাপদাহের সাথে শুরু হয়েছে ঘনঘন লোডশেডিং। তীব্র গরমে হাসফাস করছে প্রাণিকুল।

গত একমাস ধরে এউপজেলায় কোন বৃষ্টি হয়নি। খরা আর লোডশেডিং এর ফলে বোরো আবাদ হুমকির সম্মুখীন। প্রতি ২ঘন্টা পরপর ১ঘন্টা করে বিদ্যুত সরবরাহ করা হলেও মাঝে মধ্যে টানা ৩/৪ ঘন্টা বিদ্যুৎ থাকছে না। তাই তীব্র গরম আর টানা লোডশেডিং এ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। 

কষ্ট বেড়েছে বৃদ্ধ মানুষ ও শিশুদের। অসহ‍্য গরমে শ্রমিকরা কাজে করতে পারছে না।

সুত্রে জানা গেছে, দেশজুড়ে তীব্র দাবদাহের কারনে সরকার হিট এলার্ট জারি করেছে। এর প্রভাবে নালিতাবাড়ী উপজেলায় ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বয়ে যাচ্ছে। অতি তাপমাত্রার কারনে মানুষ স্বস্তির জন্য বিদ্যুতচালিত এসি, ফ্যান ও অন্যান্য শীতলযন্ত্র চালাতে পারছেন না। ক্রমেই তাপমাত্রা বাড়ছে। এতে মানুষের হিটস্ট্রোকের ঝুঁকি রয়েছে। 

এদিকে, তাপদাহের সাথে যুক্ত হয়েছে ঘনঘন লোডশেডিং, ফল বোরো আবাদ ঝুঁকিতে পড়েছে। বের হওয়া বোরোধান খেতে চাহিদা মতো সেচ দিতে পারছেন না কৃষক। এমতাবস্থায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হিটস্ট্রোক থেকে বাঁচতে স্বাস্থ্যবিভাগ কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবার্তা মানুষকে জানানো হচ্ছে।

শেরপুর পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আখতারুজ্জামান বলেন, চলমান তাপদাহের জন‍্য বিদ্যুতর দ্বিগুণ চাহিদা বেড়েছে। তাছাড়া নালিতাবাড়ীতে ২০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও এর বিপরীতে ৬/৭ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পাচ্ছি। তাই বোরো মৌসুমে কৃষকের খেতে স্বাভাবিক সেচ দিতে অতিরিক্ত বিদ্যুত বরাদ্দের জন্য আমরা উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেচ কমিটির সভাপতি ইলিশায় রিছিল বলেন, সরকারীভাবে জারিকৃত হিটএলার্ট এর সর্তকীকরনবার্তা সাধারন মানুষের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে। অতি তাপমাত্রার কারনে যে কোন দুর্ঘটনার জন্য উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স প্রস্তুত রাখা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত