বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
চাকরি ছেড়ে বসের সামনে তুমুল কাণ্ড যুবকের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১২:৪১ AM আপডেট: ২৮.০৪.২০২৪ ১২:৫২ AM
অফিসের কর্মপরিবেশ ‘বিষাক্ত’ মনে হচ্ছিল। তাই চাকরি ছেড়ে দিলেন। আর চাকরি ছেড়ে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। তাই তো বসের সামনেই ঢাকঢোল বাজিয়ে নেচে অফিস ছাড়লেন।
ঘটনাটি ভারতের পুনের। অনিকেত নামের ওই যুবক বিক্রয় সহযোগী হিসেবে চাকরি করতেন।

তার উদযাপনের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অনীশ ভগত নামে একজন। ভিডিওতে তিনি বলেছেন, তিন বছর ধরে চাকরি করেছেন এবং এসময়ে তার বেতন খুব কম বেড়েছে। বস তাকে কোনো সম্মানও দেয়নি বলে জানান তিনি।

তাই তার কাজের শেষ দিনে বন্ধুরা অফিসের বাইরে ঢোল নিয়ে জড়ো হয়েছিলেন এবং নেচেছিলেন। ভিডিওতে দেখা গেছে, এ ঘটনায় তার বস অনেক উত্তেজিত হয়েছেন। পাশাপাশি তার বস লোকজনকে ধাক্কা দিয়েছেন এবং চিৎকারও করেছেন।


ভিডিওটির ক্যাপশনে ভগত লিখেছেন, আমি মনে করি আপনারা অনেকেই এর সঙ্গে রিলেট করতে পারবেন। আজকাল বিষাক্ত কাজের সংস্কৃতি খুব বেশি দেখা যায়। সম্মান এবং অধিকারের অভাব খুবই সাধারণ। অনিকেত তার পরবর্তী পদক্ষেপ নিতে প্রস্তুত। আমি আশা করি এই গল্প মানুষকে অনুপ্রাণিত করবে।

কিছুদিন আগে পোস্ট করা ভিডিওটি এক মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত