শনিবার ২৬ এপ্রিল ২০২৫ ১৩ বৈশাখ ১৪৩২
শনিবার ২৬ এপ্রিল ২০২৫
মানিকগঞ্জ পৌর মেয়রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ৭:৩২ PM
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো: রমজান আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 

রোববার (২৮ এপ্রিল) বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জয়শ্রী সমাদ্দার এই পরোয়ানা জারি করেন। 

রমজান আলীর আইনজীবী এটিএম শাজাহান বলেন, রোববার ২৮ এপ্রিল দুর্নীতি দমনের দায়ের করা মামলার শুনানির জন্য ধার্য তারিখ ছিল। কিন্তু ব্যক্তিগত কারণে দেশের বাইরে থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি। এ বিষয়ে বিচারিক আদালতকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। 

দুদকের আইনজীবী আজিজ উল্লাহ বলেন,  রমজান আলীর আইনজীবী বিদেশ ভ্রমণ সংক্রান্ত আবেদন সংশ্লিষ্ট আদালতে দাখিল করেছেন। কিন্তু বিজ্ঞ আদালত ওই আবেদনে সন্তুষ্ট না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তার বিরুদ্ধে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে দুদকের দায়ের করা তিনটি মামলা বিচারাধীন রয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত